হোম > সারা দেশ > সিলেট

ভারত থেকে দেশে এল আম্পায়ার রাসেলের মরদেহ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

ভারতের হোটেল রুমে বাংলাদেশি আম্পায়ারের মরদেহ

ভারতের গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা করতে গিয়ে মারা যাওয়া দেশের অন্যতম সেরা আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের (৫২) মরদেহ দেশে ফিরেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন পয়েন্টে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

গত শনিবার ভারতের গুয়াহাটিতে একটি ব্যাডমিন্টন ম্যাচে আম্পায়ারিং করতে গিয়ে হোটেল কক্ষে মৃত্যুবরণ করেন নাজিব ইসমাইল রাসেল। আয়োজকরা খেলা শুরু হওয়ার পরও তাঁর সাড়া না পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করেন। স্থানীয় পুলিশের প্রাথমিক ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

আইনি প্রক্রিয়া শেষে মেঘালয় রাজ্যের ডাউকি থানা পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এবং ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর করে।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ শামীম মিয়া বলেন, ভারত থেকে লাশ হস্তান্তরের পর রাত পৌনে ৮টার দিকে নাজিব ইসমাইল রাসেলের চাচাতো ভাই শামীম হোসেন পরিবারের পক্ষ থেকে লাশ বুঝে নিয়েছেন।

নাজিব ইসমাইল রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন। তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করতেন এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি