হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বন্ধুর ক্ষুরের আঘাতে ছাত্রদল নেতার মৃত্যু

সিলেট প্রতিনিধি

আব্দুল মুমিন। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে বন্ধুর ক্ষুরের আঘাতে আব্দুল মুমিন (২৮) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার পৌর সদর পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মুমিন কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর সদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, মুমিন–রাজু দুজন বন্ধু এবং স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে মুমিন একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।

ওই দ্বন্দ্বের জেরে আজ সন্ধ্যার দিকে পৌর সদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে রাজু পালিয়ে যায়। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত রাজু পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। আগামী শুক্রবারে রাজুর বিয়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি