হোম > সারা দেশ > সিলেট

সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, কমেছে মৃত্যু

প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে করে তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। রোগীর সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল। 

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন শনাক্তদের নিয়ে এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৫৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৮০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৫০ জন এবং মৌলভীবাজারে ৭ হাজার ৯০১ জন রয়েছেন। নতুন শনাক্ত হওয়া ১১৭ জনের মধ্যে ৭১ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ১৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৯৭ জন। একই সময়ে সিলেটে ১১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৮৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ২৯ জন মৌলভীবাজার জেলার। 

বুধবার দুপুরে ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষার ১১ দশমিক ৫৮ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১০ দশমিক ৩০ শতাংশ, সুনামগঞ্জে ১২ দশমিক ৫০ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৫২ শতাংশ এবং মৌলভীবাজারে ১৩ দশমিক ১৯ শতাংশ। 

জানা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগের চার জেলায় মারা গেলেন এক হাজার ১১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯২৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন। 

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন