শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ইয়াকুব আলী মিলন আত্মহত্যা করেছেন। রোববার সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াকুব আলী মিলনের মরদেহ রাত ৯টায় উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি মারা গেছেন তা এখনো জানা যায়নি।
উল্লেখ, ইয়াকুব আলী মিলনের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন।