হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জাতীয় পার্টি ও বিদ্রোহী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর হারুন রাশীদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। 

মুরাদ উদ্দিন বলেন, নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনে মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। উপনির্বাচনের মোট ৪৫ হাজার ৬২০ ভোট প্রদান করা হয়েছে। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি ৫ হাজার ৭০২ ভোটের চেয়ে কম ভোট পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। 

মুরাদ উদ্দিন আরও বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মো. নুরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম পান ১১ হাজার ২০৩ ভোট ও জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কামালি সিতু পেয়েছেন ৬ হাজার ১৪৪ ভোট। সুতরাং মোট ভোটের ৮ ভাগের ১ ভাগের বেশি ভোট পেয়েছেন। ফলে তাঁদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে না। তবে অপর ২ প্রার্থী নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ৫ হাজার ৭০২ ভোটের কম পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে।   

উল্লেখ্য, গেল বছরের ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মারা যাওয়ায় গত বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি