হোম > সারা দেশ > সিলেট

দিনভর বৃষ্টিতেও থেমে নেই শাবিপ্রবি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন

শাবিপ্রবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলেও সরে যাননি আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায়ে বৃষ্টিকে গায়ে মেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। দফায় দফায় প্রবলবেগে বৃষ্টি হলেও আন্দোলনে অনড় ছিলেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। যা সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

এ সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতা করছেন।

আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২