হোম > সারা দেশ > সিলেট

অস্ত্র মামলায় ভারতীয় দুই নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি

সিলেটে অস্ত্র মামলায় ভারতীয় দুই নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমীন এ দণ্ডাদেশ ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মো. আব্দুছ ছাত্তার ও বিনা ইয়াসমীন।

দণ্ডিতরা হচ্ছেন ভারতের জয়াই ইথিয়াং থানার বটছড়া গ্রামের মৃত শ্রী রমের ছেলে তাও (৬৫) এবং একই গ্রামের আলবানের ছেলে শ্রী ব্রাজিল (৪৯)। 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন এই দুই ভারতীয় নাগরিক। তাও ও ব্রাজিল কানাইঘাটের লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রামে অবস্থানকালে বিজিবি তাঁদের গ্রেপ্তার করে। তখন তাঁদের কাছ থেকে একনলা বন্দুক, দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে গত মঙ্গলবার আদালতে দুই আসামি ভারতীয় নাগরিক তাও ও ব্রাজিলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা