হোম > সারা দেশ > সুনামগঞ্জ

২ কোটির বেশি বকেয়া, আ. লীগ নেতার ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি

২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়ার দায়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা গিয়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেন।

এতে নেতৃত্ব দেন সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিজিএম) মীর মোশারফ হোসেন। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম জিল্লুর রহমান ও সুনামগঞ্জের ব্যবস্থাপক শফিকুল হক।

সূত্রে জানা যায়, সুনামগঞ্জের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বারবার বকেয়া প্রদানের জন্য তাগাদা দেওয়া হলেও প্রতিষ্ঠানটি ২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করেনি। ফিলিং স্টেশনটির মালিক জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গা ঢাকা দেন।

এ বিষয়ে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানির সুনামগঞ্জের আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বকেয়া থাকায় এই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, তবে জ্বালানি তেল সরবরাহ থাকবে।’

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার