হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। 

নিহত আছমা বেগম (৩০) সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, রোববার রাতে আছমা বেগম রাস্তা পার হচ্ছিলেন। নগর থেকে এয়ারপোর্টের দিকে যাওয়া সময় একটি অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে ও এর চালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করে। সাগর এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের আব্দুর রহমানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, ওই পথচারী নারী রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় মারা যান। ওসমানীতে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। আর আটক সিএনজিচালিত অটোরিকশার চালক থানায় রয়েছেন। তাদের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২