হোম > সারা দেশ > মৌলভীবাজার

ক্যাম্প থেকে পলাতক ১৪ জন রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কোদালীপুল-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-কুতুপালং ৮ নম্বর ক্যাম্প, ব্লক-৫৯ এর একই পরিবারের মো. হামিদ হোসেন (৫০), হারুন (১৮), জুনায়েদ (১৪), ওসমানগনি (১০), ওমর ফারুক (১৬ মাস), নূর বেগম (৯), নূর কায়দা (৭) ও সাদিয়া ফাতেমা (৩)। কুতুপালং ৭ নম্বর ক্যাম্প, ব্লক-ই ৩৮ এর একই পরিবারের শফিক (২২), মিনারা (২০) ও রিয়াজ (৫ মাস)। 

এ ছাড়াও রয়েছেন-কুতুপালং ৮w ক্যাম্প, ব্লক-৩৮ এর আজিজুল হক (২৫)। কুতুপালং ৮ নং ক্যাম্প, ব্লক-৫৮ এর নূর হাসান (৩১)। বালুখালি 8w ক্যাম্প, ব্লক-এ ৩২ এর সোনালি (৫১)। 

জানা গেছে, গত ৫ দিন আগে দুই পরিবারের ১১ জন রোহিঙ্গা কক্সবাজারের কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে মৌলভীবাজারে আসেন। তাঁদের সঙ্গে ৬ শিশুও রয়েছেন। এ ছাড়া তাঁদের সঙ্গে আরও ৩ জন রোহিঙ্গাও আছেন। প্রাথমিকভাবে জানা গেছে এর আগে তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে আসেন। সেখান থেকে কাজের খোঁজে মৌলভীবাজারে এসেছেন। 

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান জানান, আজ সন্ধ্যায় কোদালীপুল-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা