হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নাশকতা মামলায় সুনামগঞ্জে ৩ শিবির নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

নাশকতার মামলায় সুনামগঞ্জে তিন শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ও আজ বুধবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এর মধ্যে আজ বুধবার বেলা দেড়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোড ও গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ট্রাফিক পয়েন্ট এলাকা ও আজ দুপুরে ছাতক উপজেলায় এ অভিযান চালানো হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দোয়ারাবাজার থানার মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও গ্রামের মঞ্জুর আলীর ছেলে ও জেলা ছাত্রশিবিরের প্রকাশনা ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম (২৫) এবং শান্তিগঞ্জ থানাধীন পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের নুরুল হকের ছেলে ও সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি সুমেল মিয়া (২৪)। 

অপরজন হলেন সাইফউদ্দিন (২৫)। তিনি ছাতক উপজেলার শিবিরকর্মী। 

অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, প্রথম যে দুই শিবিরনেতাকে গ্রেপ্তার করা হয়েছেন তাঁরা হাসপাতাল রোড এলাকার লন্ডনপ্রবাসী নুরুল ইসলামের বাসায় থাকতেন, যা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ছাত্রাবাস হিসেবে পরিচিত। এ ছাড়া তৃতীয়জনকে ছাতক উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা