হোম > সারা দেশ > সিলেট

তালা ভেঙে বিপুল স্বর্ণালঙ্কার চুরি, নতুন তালা লাগিয়ে গেল চোর

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

আল হামরা শপিং সিটি। ছবি: আজকের পত্রিকা

সিলেটে একটি গয়নার দোকান থেকে প্রায় আড়াই শ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে কোনো একসময় নগরের জিন্দাবাজার এলাকায় আল হামরা শপিং সিটিতে এ ঘটনা ঘটে।

আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামের একটি দোকানের শাটারের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা ছিল দোকানে। যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।’

মো. জাবেদ চৌধুরী আরও বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।’

আল হামরা সিটির নুরানি জুয়েলারি থেকে চুরির ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রায় আড়াই শ ভরি সোনা চুরি হয়েছে বলে দোকানের মালিক অভিযোগ করেছেন। রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।’

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর