হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ আজ রোববার ভোর ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মোক্তার উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে ৷

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়কের তেলিজুরী রাস্তার পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন পথচারীর ৷ বিষয়টি তাৎক্ষণিকভাবে দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয় ৷ খবর পেয়ে দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জৈন্তাপুর মডেল থানার পুলিশকে খবর দেন ৷ এরপর জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ নিয়ে মরদেহটি উদ্ধার করেন ৷

দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, ‘দেশে আইনের শাসন রয়েছে ৷ মোক্তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে ৷ সে জন্য তাঁকে মেরে ফেলা উচিত হয়নি ৷ যে বা যারা তাঁকে হত্যা করেছে, পুলিশ যেন তাদের আইনের আওতায় আনে তার দাবি জানাচ্ছি ৷’

এ নিয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদে বলেন, ‘মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ৷ আমরা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি ৷ মরদেহ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷’

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি