হোম > সারা দেশ > মৌলভীবাজার

জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে হাতির আক্রমণে গোলাম মোস্তফা (৪৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাগরনাল পাহাড়ের ভেতরে এ ঘটনা ঘটে। জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন। 

গোলাম মোস্তফা জয়পুরহাটের মৃত ইয়াকুব আলীর ছেলে। 

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন কয়েকটি হাতি রয়েছে। হাতিগুলো হারারগজ ও সাগরনাল পাহাড়ে বিচরণ করে। এর মধ্যে এই হাতিটি গত এক মাস ধরে উন্মত্ত আচরণ করছিল। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাহাড়ের ভেতরে ঘোরাফেরা করছিল। সোমবার বিকেলে মাহুত গোলাম মোস্তফাসহ ছয়জন উন্মত্ত হাতিটি নিয়ন্ত্রণে আনতে সাগরনাল বাঁশমহালের ভেতরে যান। এ সময় হাতিটি মাহুত মোস্তফাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

হাতির মালিক এম এ রহমান আতিক বলেন, ‘গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর ধরে আমার মালিকানাধীন হাতির মাহুত হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে যান। এ সময় হাতির আক্রমণে গোলাম মোস্তফা মারা যান। 

জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু