হোম > সারা দেশ > সিলেট

সাদা পাথরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুসন্তানসহ মা নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটের সাদা পাথরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এই তথ্য জানিয়েছেন।

নিহত দুজন হলেন, নরসিংদী সদরের কামারগাঁওয়ের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তাঁর ছেলে আব্দুল্লাহ (৭)। আহত দেলোয়ার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অটোরিকশাচালক সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন স্ত্রী-সন্তান নিয়ে সাদা পাথরে বেড়াতে যান। বিকেলে সিলেটে ফেরার পথে খাগাইল এলাকায় বেপরোয়া গতির ট্রাক তাঁদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার ও অটোরিকশাচালক। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মা-ছেলের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি