হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আ.লীগের প্রবীণ নেতা নুরুল আমিন মারা গেছেন

সিলেট প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. নুরুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত ১২টা ১০ মিনিটে সিলেট মহানগরীর আম্বরখানা বড় বাজার নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মো. নুরুল আমিন সিলেটের কোম্পানীগঞ্জ গৌরীনগর গ্রামের হাজি আব্দুল করিমের (করিম হাজি) বড় ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যের কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মরহুমের জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে ও দ্বিতীয় জানাজা বাদ আসর গৌরীনগর আল বারাক্বাহ মুহাম্মাদিয়া মাদ্রাসাসংলগ্ন ঈদগাহে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. নুরুল আমিনের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক হাজি আপ্তাব আলী কালা মিয়া।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ