হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আ.লীগের প্রবীণ নেতা নুরুল আমিন মারা গেছেন

সিলেট প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. নুরুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত ১২টা ১০ মিনিটে সিলেট মহানগরীর আম্বরখানা বড় বাজার নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মো. নুরুল আমিন সিলেটের কোম্পানীগঞ্জ গৌরীনগর গ্রামের হাজি আব্দুল করিমের (করিম হাজি) বড় ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যের কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মরহুমের জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে ও দ্বিতীয় জানাজা বাদ আসর গৌরীনগর আল বারাক্বাহ মুহাম্মাদিয়া মাদ্রাসাসংলগ্ন ঈদগাহে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. নুরুল আমিনের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক হাজি আপ্তাব আলী কালা মিয়া।

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান