হোম > সারা দেশ > সিলেট

এনআইডি সংশোধনের পর দেখলেন জন্মস্থান ‘ভেনেজুয়েলা’

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশোধিত এনআইডি কার্ডের সব তথ্য ঠিক থাকলেও কারও কারও জন্মস্থানে বাংলাদেশের পরিবর্তে লেখা হয়েছে ‘ভেনেজুয়েলা’। এতে বিপাকে পড়েছেন তারা।

জানা গেছে, একাডেমিক সনদ, পাসপোর্ট, জন্মনিবন্ধন কিংবা পিতা-মাতার কাগজপত্রের সঙ্গে তথ্যগত অমিলের কারণে অনেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। দীর্ঘ অপেক্ষার পর সংশোধন সম্পন্ন হওয়ার বার্তা পেয়ে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি ডাউনলোড করে অনেকে দেখেন তাদের জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে লেখা রয়েছে ‘ভেনেজুয়েলা’। এতে নতুন করে ভোগান্তিতে পড়েছেন তারা।

এ রকম ভোগান্তিতে পড়েছেন পৌরশহরের বাসিন্দা শিউলি বেগম। তিনি বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েও অনেক দিন নির্বাচন অফিসে ঘুরতে হয়েছে। অবশেষে সংশোধনের ম্যাসেজ পেয়ে গত ২৯ জুলাই এনআইডি ডাউনলোড করে দেখি, আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি! এখন এই কার্ড তো কোনো কাজে লাগবে না। বড় সমস্যায় পড়েছি।’ 

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার বর্ণি ইউনিয়নের এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রায় ২ মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করেন তিনি। এরপর উপজেলা নির্বাচন অফিসে কত দিন যে গিয়েছেন তার হিসাব নেই। অনেক দূর থেকে গিয়ে অনেক দিন শুনেছেন কর্মকর্তা নেই। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে গতকাল শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। 

এই ভুক্তভোগী বলেন, ‘জরুরি পাসপোর্ট করার জন্য এনআইডি সংশোধনের আবেদন করেছিলাম। বাংলাদেশে জন্মগ্রহণ করে এনআইডিতে ভেনেজুয়েলা লেখা থাকায় দুশ্চিন্তায় আছি। এখন আর পাসপোর্ট করতে যাচ্ছি না।’ 

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি অনেকেই আমাকে অবহিত করেছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, দ্রুত তা সমাধান হয়ে যাবে।’ 

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি