হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন, সেবায় রোল মডেলের প্রত্যাশা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক সিলেট 

সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

সিলেটে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) নগরের তেমুখী বাদাঘাটসংলগ্ন নাজিরেরগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, ‘কিডনি ফাউন্ডেশন সিলেটে আলোকিত উদ্যোগী মানুষের সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে। সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে এ প্রতিষ্ঠান সেবায় রোল মডেল হয়ে উঠবে।’

উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষকে এই ভালো উদাহরণগুলো রীতিতে পরিণত করতে হবে। তাহলে বাংলাদেশ সহজেই তার লক্ষ্যে পৌঁছে যাবে।’

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালের সাফল্য কামনা করেন এবং এর প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব.) প্রমুখ।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২