সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মাজহারুল ইসলাম (২৭)। তিনি উপজেলার কসবা গ্রামের মৃত কটব আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মাজহারুল মাত্র ৫ মাস আগে সৌদি আরবে যান। তাঁরা দুই ভাই ও দুই বোন। তিনি পরিবারের সবার ছোট। এদিকে তাঁর মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের বড় ভাই দুলাল আহমদ জানান, গত শুক্রবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে মাজহারুলকে সেখানকার আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোর ৪টার দিকে ওই হাসপাতালে তার মৃত্যু হয়। কবে তার মরদেহ দেশে নিয়ে আসা হবে, তা এখনই বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।