হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আন্দোলনে নিহত ১৮ জনের পরিবার পেল আর্থিক সহায়তা

সিলেট প্রতিনিধি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেট বিভাগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নিহত ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আজ শনিবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।

এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দল এ অনুদান তুলে দেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ছাত্র-জনতার আন্দোলনে সিলেট বিভাগের ৩২ জন নিহতের পরিবারের মধ্যে কাগজ-পত্র ঠিক থাকায় ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেকের পরিবারকে চেক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ লাখ টাকা দেওয়া হয়।

স্নিগ্ধ আরও জানান, বাকিদের পর্যায়ক্রমে সহযোগিতা দেওয়া হবে। তারা সব কাগজপত্র জমা দিতে পারেননি। এ জন্য এখন না দিলেও তারা আর্থিক সহায়তা পাবেন।

এ সময় সারজিস আলম বলেন, ‘সারা দেশ থেকে আমাদের কাছে সাড়ে ১৬শ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে প্রকৃত শহীদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। আহতদের তালিকা করে আর্থিক সহযোগিতা চালিয়ে যাচ্ছি। শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয় শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও শিক্ষাবৃত্তির ব্যবস্থাও গ্রহণ করা হবে।’

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর