হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী জহির মিয়া (২৮) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের সঙ্গে থাকা অপর প্রকৌশলী মাসুদ রানা (২৪) আহত হন। 

নিহত জহির মিয়া মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়ার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্রাইভেট কারে থাকা জহির আহমেদকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৃণাল কান্তি সিনহা তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহত অপর উপসহকারী প্রকৌশলী মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জহিরের সহকর্মীরা বলেন, মাত্র ছয় মাস আগে জহির বিয়ে করেছিলেন। অল্প বয়সে এই মৃত্যু মর্মান্তিক ঘটনা। 

চিকিৎসক ডা. মৃণাল কান্তি সিনহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দেখে মনে হয়েছে প্রকৌশলী জহির ঘটনাস্থলেই মারা গেছেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। 

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা