হোম > সারা দেশ > সিলেট

মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটে ট্রাকের সঙ্গে ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাঁদের একজন একটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগের নেতা, অপরজন হলেন জেলা ছাত্রদলের নেতা। তাঁরা দুজন ভালো বন্ধু ছিলেন বলে জানা গেছে। 

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের গোয়াইনঘাটের বহরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তাঁরা। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের স্মৃতিবিজড়িত বিভিন্ন ছবি পোস্ট করে তাঁদের স্মরণ করছেন, বিভিন্ন স্মৃতি শেয়ার করছেন দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরা। 

নিহতরা হলেন মো. ওবায়দুল্লাহ ইসহাক। তিনি সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য, অপরজন সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম হাফিজুর রশীদ। 

পুলিশ বলছে, ওবায়দুল্লাহ ইসহাক ও হাফিজুর রশীদ একই মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সালুটিকর মিত্রিমহল এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে তাঁদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি কী কারণে দাঁড়ানো ছিল, খতিয়ে দেখছে পুলিশ।’ 

এদিকে তাঁদের মৃত্যুর খবরে অনেকেই শোকার্ত হয়েছেন। নিহত দুজন দুই দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সজ্জন হিসেবে এলাকায় তাঁদের দুজনেরই সুনাম রয়েছে বলে জানা গেছে। সবার সঙ্গেই তাঁদের আন্তরিক সম্পর্ক ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন অনেকেই। 

নিহত ওবায়দুল্লাহ ইসহাক প্রসঙ্গে কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ ফেসবুকে লিখেছেন, ‘আমার অন্তর কাঁপছে, জীবনের অনেক প্রশ্নের হিসাব মিলছে না! ভালো মানুষগুলো কেন অকালেই চলে যায়? সবচেয়ে বেশি মনে হচ্ছে তার মুখের সুন্দর ভাষা, সুন্দর আগামীর পরিকল্পনা। আমি জানতামও না, এই ছবিই হবে তার সঙ্গে আমার শেষ ছবি। মহান আল্লাহ আমাদের প্রিয় ভাইকে জান্নাতবাসী করুন, আমিন।’ 

নিহত এম হাফিজুর রশীদের প্রসঙ্গে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন লিখেছেন, ‘হাফিজ আর আমি একই মায়ের গর্ভে না হলেও আপন ছোট ভাইয়ের যে দায়িত্ব, সে অক্ষরে অক্ষরে পালন করত। এই স্মৃতি কখনো ভোলার নয়। তার চালচলন, ব্যবহার ছিল মনে রাখার মতো। আল্লাহপাক মায়ার ভাইদের জান্নাতুল ফেরদৌস দান করুন।’

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২