হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জামিন পেলেন সেই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী

সিলেট প্রতিনিধি

সিলেটে এক নারীকে স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনার প্রাথমিক সুরাহা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালত ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে জরিমানা আদায়ের পর ছেড়ে দিয়েছেন। 

কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে নগরের লামাবাজারে হাতাহাতির ঘটনার পর স্থানীয়রা তিনজনকেই পুলিশের কাছে সোপর্দ করে। সিলেটের শাহ্পরান থানা-পুলিশ তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। তবে ঘটনাস্থল কোতোয়ালি থানায় হওয়ায় তাঁদের কোতোয়ালিতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ওই সময় থানা থেকে সটকে পড়ে প্রথম স্বামী খোকন। 

পরে দ্বিতীয় স্বামী কবিরসহ তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে কোতোয়ালি থানায় পাঠানো হয়। বৃহস্পতিবার দিন গড়িয়ে গেলেও খোকনের আর খোঁজ পাওয়া যায়নি। তিনি থানায় তাঁর স্ত্রী ও তাঁর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি। পরে বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানা-পুলিশ ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে আদালতে পাঠায়। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে জানান, কেউ মামলা না করায় তাঁদের মেট্রো আদালতে সোপর্দ করা হয়। কেউ মামলা করলে আমরা বিষয়টি বিবেচনায় নিতাম। কিন্তু দিনভর অপেক্ষার পরও কেউ মামলা দেননি। 

এ ব্যাপারে সিলেটের কোর্ট পুলিশের প্রসিউকিশন কর্মকর্তা এএসআই মাসুদ আহমদ আজকের পত্রিকাকে জানান, মেট্রো আইনে তাঁদের আদালতে পাঠানো হয়। পরে জরিমানা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বিকালেই তাঁরা জামিন পান।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা