হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ৫৪০ আক্রান্তের দিনে ৫ জনের মৃত্যু

প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪০ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন সিলেটের বাসিন্দা। অপরজন হবিগঞ্জের। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৩৪। এর মধ্যে সিলেট জেলার ৪৩০, সুনামগঞ্জের ৩৯, হবিগঞ্জের ২৪ ও মৌলভীবাজারের ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৪৫৮। যাঁদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৫১৮, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৯, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ২৮৬, মৌলভীবাজারে ৩ হাজার ৮১৬ ও সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৪৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৫৪০ জনের মধ্যে ২৪১ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ২৫, হবিগঞ্জের ৭৬ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১২৫ জন। আর সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। 

এক দিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮৪, সুনামগঞ্জে ৪১, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ৪২ জন চিকিৎসা নিচ্ছেন। 

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। 

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাঁদের মধ্যে সিলেটে ১৮, সুনামগঞ্জে ২৭, হবিগঞ্জে ১৩ ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর