হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদ থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মর্টার শেল উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘পিয়াইন নদে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকেরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সংশ্লিষ্টদের খবর দিয়েছি।’

স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে দিকে মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদের নয়াগাঙ্গের পাড় নামক স্থানে সনাতন পদ্ধতিতে বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ এক শ্রমিকের হাতে শক্ত বস্তুর মতো অনুভব হয়। পরে তিনি পানির নিচ থেকে এটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখেন উদ্ধার হওয়া বস্তুটি মর্টার শেল। 

স্থানীয় শ্রমিকেরা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন স্থানীয়রা। এর আগেও জাফলংয়ে মর্টার শেল উদ্ধার করে ধ্বংসও করা হয়।

ওসি রফিকুল বলেন, ‘একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বোমবিশেষজ্ঞরা এলে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন