নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের শাহজালাল (রহ.)-এর মাজারের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকেল ৪টার দিকে মাজারের পেছনের ফটকের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ওই বৃদ্ধের নাম-ঠিকানা পাওয়া যায়নি। মাজার ও আশপাশে ভবঘুরের মতো থাকতেন ওই ব্যক্তি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্ত শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।