সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১৯৯ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া বিষয়টি নিশ্চিত করেন।
ডা. সুলতানা রাজিয়া জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে সাতজন মারা গেছেন। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭৮। এর মধ্যে সিলেট জেলার ৩৯১ জন, সুনামগঞ্জের ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৫ জন।
সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রন্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৯৮১। তাঁদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ১৯৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৫৬ জন এবং মৌলভীবাজারে ৩ হাজার ২৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৯ জন, সুনামগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারে ২২ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৬৭২। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭০ জন। এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন এবং মৌলভীবাজারে ২ হাজার ৬৬৪ জন সুস্থ হয়েছে।