হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবি শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সায়মা আলম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেটের আখালিয়া আবাসিক এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। 

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর। 

আহত শিক্ষার্থী সায়মা আলম বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে ছোট একটি অপারেশন হয়েছে। তবে তিনি বিপদমুক্ত আছেন বলে জানিয়েছেন প্রক্টর। 

প্রক্টর ড. মো. আলমগীর কবীর জানান, রোববার সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ট্রেনযোগে সিলেট আসেন এ শিক্ষার্থী। সিলেট স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন ওই শিক্ষার্থী। পথিমধ্যে তপোবন-আখালিয়া আবাসিক এলাকার ফাঁকা জায়গায় এলে এক মোটরসাইকেলের দুজন আরোহী তাঁর পথ আটকায়। এরপর ছুরি বের করে তাঁর কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাঁর কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। 

প্রক্টর বলেন, ‘বিষয়টি আমি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাঁরা যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।’ 

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু