হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবি শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সায়মা আলম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেটের আখালিয়া আবাসিক এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। 

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর। 

আহত শিক্ষার্থী সায়মা আলম বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে ছোট একটি অপারেশন হয়েছে। তবে তিনি বিপদমুক্ত আছেন বলে জানিয়েছেন প্রক্টর। 

প্রক্টর ড. মো. আলমগীর কবীর জানান, রোববার সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ট্রেনযোগে সিলেট আসেন এ শিক্ষার্থী। সিলেট স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন ওই শিক্ষার্থী। পথিমধ্যে তপোবন-আখালিয়া আবাসিক এলাকার ফাঁকা জায়গায় এলে এক মোটরসাইকেলের দুজন আরোহী তাঁর পথ আটকায়। এরপর ছুরি বের করে তাঁর কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাঁর কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। 

প্রক্টর বলেন, ‘বিষয়টি আমি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাঁরা যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।’ 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত