ভারতের মেঘালয় রাজ্যের চেরা পুঞ্জিতে হচ্ছে ভারী বর্ষণ। উজানের এই পানি পাহাড়ি ঢল হয়ে নেমে আসছে সুনামগঞ্জে, সঙ্গে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ছাতক পয়েন্টে ১৪৫ এবং শহরের নবীনগর পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে ঢলের পানিতে ভাসছে সুনামগঞ্জ পৌর শহর। বন্যাকবলিত জেলার সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর, শান্তিগঞ্জসহ অন্তত পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকার কয়েক লাখ মানুষ। বাসাবাড়িতে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে তারা। অন্যত্র আশ্রয়ের খোঁজে বন্যার্তরা।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বানভাসি মানুষের আশ্রয়ের জন্য নিজ নিজ এলাকার আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বন্যার্তদের জন্য চাল, শুকনো খাবার ও নগদ অর্থ সহযোগিতা বরাদ্দ দেওয়া হবে।