হোম > সারা দেশ > সুনামগঞ্জ

পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ডুবছে সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি

ভারতের মেঘালয় রাজ্যের চেরা পুঞ্জিতে হচ্ছে ভারী বর্ষণ। উজানের এই পানি পাহাড়ি ঢল হয়ে নেমে আসছে সুনামগঞ্জে, সঙ্গে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ছাতক পয়েন্টে ১৪৫ এবং শহরের নবীনগর পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে ঢলের পানিতে ভাসছে সুনামগঞ্জ পৌর শহর। বন্যাকবলিত জেলার সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর, শান্তিগঞ্জসহ অন্তত পাঁচ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকার কয়েক লাখ মানুষ। বাসাবাড়িতে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে তারা। অন্যত্র আশ্রয়ের খোঁজে বন্যার্তরা।

পৌর শহরের স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, ‘যেভাবে পানি বাড়ছে, এতে মানুবিক বিপর্যয় নেমে ২০২২ সালের বন্যার ভয়াবহ পরিস্থিতি রূপ নিতে পারে। তাই এই মুহূর্তে সরকারি-বেসরকারি সহযোগিতার প্রয়োজন। আজ যদি ২ ইঞ্চি পানি বাড়ে, আমার ঘরের মানুষের আশ্রয়কেন্দ্রে যাওয়া লাগব।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বানভাসি মানুষের আশ্রয়ের জন্য নিজ নিজ এলাকার আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বন্যার্তদের জন্য চাল, শুকনো খাবার ও নগদ অর্থ সহযোগিতা বরাদ্দ দেওয়া হবে।

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার