হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ঢলে নিখোঁজ মায়ের পর মেয়ের লাশ উদ্ধার, ছেলের সন্ধান মেলেনি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় গত সোমবার পাহাড়ি ঢলের স্রোতে দুই সন্তানসহ মা নদীতে নিখোঁজ হন। এই ঘটনার পরদিন মায়ের লাশ উদ্ধারের পর আজ বৃহস্পতিবার এক সন্তানের লাশ উপজেলার ছায়ার হাওর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর আরেক সন্তান এখনো নিখোঁজ রয়েছে।

জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শাল্লা ব্রিজ সংলগ্ন বাহাড়া রোড থেকে ব্রিজে উঠার সময় সড়কে স্রোতের তোড়ে দাঁড়াইন নদীতে ডুবে যান দুর্লভ রানী দাস (৩০) এবং তাঁর মেয়ে জবা রানী দাস (৭) ও ছেলে বিজয় চন্দ্র দাস (৫)। গত মঙ্গলবার দুর্লভের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। এরপর আজ জবার লাশ উদ্ধার করা হয়েছে। দুর্লভ রানী উপজেলার বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ছায়ার হাওর থেকে জবা রাণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাই বিজয় দাসের সন্ধান এখনো পাওয়া যায়নি।’

ওসি আমিনুল আরও বলেন, ‘আজ দুপুর ১টার দিকে নেত্রকোনার খালিয়াজুড়ি সীমানার হুনাকান্দা নামক স্থানে ছায়ার হাওরে জবার লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন খালিয়াজুড়ি থানা-পুলিশে খবর দেন। এরপর শাল্লা থানা-পুলিশ জবা বাবা রথীন্দ্র দাসকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে উদ্ধার করে।’

মেয়ের লাশ উদ্ধার হলেও ছেলের সন্ধান এখনো পাননি বলে জানান রথীন্দ্র দাস। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল একদিন উদ্ধারের কাজ করেছে। পরে আমার দুই শিশুর সন্ধান না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে। ঘটনার তিন দিন পর আমার মেয়ের লাশ ছায়ার হাওরে ভেসে উঠেছে।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা