মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৯০ জন। এ ছাড়া মারা গেছেন আরও একজন। আজ সোমবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৬৭ শতাংশ। নতুন মৃত্যু একজন। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪৯ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৫১ জন। এ ছাড়া মারা গেছেন মোট ৬১ জন।