হোম > সারা দেশ > সিলেট

ধলাই নদী থেকে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে নদী থেকে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তি ভারতের ইস্ট খাসি হিলসের পীরনাই গ্রামের বিদুরা থামের ছেলে ফিল্টন থাম। স্থানীয় সীমান্তবর্তী বাংলাদেশি এক নাগরিক তাঁর পরিচয় শনাক্ত করেছে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি বিবস্ত্র ছিল। শরীরে পচনও ধরে গেছে। অন্তত চার-পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পাশের ধলাই নদে মরদেহটি ভাসছিল। স্থানীয়রা দেখে পুলিশকে ভাসমান মরদেহের কথা জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি তীরে ওঠায়। উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত করে সীমান্তে বসবাসকারী এক বাংলাদেশি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে ধলাই নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিএসএফ চাইলে বিজিবির মাধ্যমে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা