হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে আপাতত বড় বন্যার শঙ্কা নেই: পাউবো

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বড় কোনো বন্যার শঙ্কা আপাতত নেই বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। 

আজ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া তথ্যানুযায়ী সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেলা ১টার দিকে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানানো হয়। এ সময় সুনামগঞ্জে গেল ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

এ ছাড়া ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচে রয়েছে। যাদুকাটায় ১৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের পাটলাই ও চেলা নদীর পানিও বিপৎসীমার নিচে রয়েছে। 

কেবল সিলেটের সীমান্তবর্তী অমলসিদে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে এই নদীর ভাটিতে শেরপুরে পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপরে রয়েছে। 

এ বিষয়ে প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারী বৃষ্টিপাত থাকলেও সুনামগঞ্জে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই, সুরমা নদীর পানি বিপৎসীমার অনেক নিচেই রয়েছে। তবে সিলেটের কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় সে ক্ষেত্রে দিরাই ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল স্বল্প মেয়াদে প্লাবিত হওয়ার শঙ্কা আছে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ