হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সিলেটে করোনায় দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২৮

প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২২৮ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮৩। এর মধ্যে সিলেট জেলার ৩৯৫, সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজারের ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২২৮ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৭১৪। যাঁদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৬৯৯, সুনামগঞ্জের ৩ হাজার ৫৬, হবিগঞ্জের ২ হাজার ৮৩৮ ও মৌলভীবাজারের ৩ হাজার ১২১ জন।

শনাক্ত হওয়া ২২৮ জনের ১৩৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জ জেলার ১৭, হবিগঞ্জের ২২ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২১ জন। আর সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময়ে সিলেটের হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আরও ১৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সিলেটের চার জেলায় ৪০৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাঁদের ৩৮১ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত