হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নাশকতার অভিযোগে শিবিরের ৩ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটে নাশকতার অভিযোগে ছাত্র শিবিরের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাঁদেরকে নগরের আখালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবিরের বিশেষ পোস্টার, পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম (২১), রাজশাহীর মোহনপুরের মৌপাড়া গ্রামের হামিম বাদশা (২২) ও সুনামগঞ্জের জামালগঞ্জের আব্দুল মোতালেব (২৩)। তাঁদের মধ্যে মোজাহিদ ও হামিম বাদশা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথি এবং মোতালেব নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাথি বলে জানায় পুলিশ। 

পুলিশ বলছে, বর্তমানে তাঁরা আখালিয়া এলাকায় মেস ভাড়া নিয়ে বসবাস করেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আসামিদেরকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মী নাশকতার জন্য জড়ো হলে পুলিশ তিন শিবির নেতাকে গ্রেপ্তার করে। এ সময় আরও ৪০-৫০ জন পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা