হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার

প্রতিনিধি

কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের ইমাম শফিকুল ইসলামকে (৪২) আটক করে পুলিশ। আজ বুধবার তাঁকে আটক করা হয়। শফিকুল ইসলামের বিরুদ্ধে নছরতপুর জামে মসজিদে ১১ বছর বয়সী এক শিশুর সঙ্গে জোরপূর্বক অশালীন আচরণের অভিযোগ ওঠে। পরে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, নছরতপুর জামে মসজিদে প্রতিদিনের মতো আজও শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করান ইমাম। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় সকলকে ছুটি দিয়ে দিলেও সেই শিশু মেয়েকে তিনি ছুটি না দিয়ে জোর পূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন।

শিশুটি বাড়িতে গিয়ে পুরো ঘটনা পরিবারের সদস্যদের জানালে শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে এএসআই মামুদ আলীর নেতৃত্বে একদল পুলিশ আসামি শফিকুল ইসলামকে কুশালপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মসজিদের ইমাম শফিকুল ইসলাম বলেন, শিশুটি পড়া না পারায় বেত্রাঘাত করেছিলাম। তাই শিশুর পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর