হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুরে চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি এবং খাল ভরাট চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোহেল মিয়াকে এ জরিমানা করা হয়। মাধবপুর থানা-পুলিশের একটি দল এতে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।