হোম > সারা দেশ > সিলেট

ছাত্র-জনতার রক্তস্নাত বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র চলছে: জুবায়ের

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটে জামায়াতের সমাবেশে এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: আজকের পত্রিকা

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।’

গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগরের জালালাবাদ থানার ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত সাধারণ সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছর আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সারা দেশে আমাদের কার্যালয় বন্ধ করে দিয়েছিল। দলীয় প্রতীক কেড়ে নিয়ে আমাদের দলকে নিষিদ্ধ করেছিল। আজ তাদের নিষিদ্ধের দাবি উঠছে। ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। ছাত্র-জনতার রক্তস্নাত বিজয়কে নস্যাতের নানা ষড়যন্ত্র চলছে। এদিকে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী শুধু গণতন্ত্র ধ্বংস করে ক্ষান্ত হয়নি, তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে তছনছ করে দিয়ে গেছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চালিয়ে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। রাজনীতির নামে দুর্বৃত্তপনার মাধ্যমে তারা মানুষের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তাদের সবচেয়ে নির্মম জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভাইয়েরা। আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করেছে। আজ আওয়ামী লীগ গোটা বিশ্বের কাছে মানবতাবিরোধী অপরাধের বাস্তব উদাহরণ। তাদের গণহত্যা ও লুটপাটের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করা হবে।’

মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ৩৯ নম্বর ওয়ার্ড সভাপতি ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবদুর রব ও ইসলাম উদ্দিন, মুফতি আলী হায়দার, জালালাবাদ থানা আমির মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহীন, ইসলামী ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি তুহিন পাটওয়ারী প্রমুখ।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২