হোম > সারা দেশ > সিলেট

ছাত্র-জনতার রক্তস্নাত বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র চলছে: জুবায়ের

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটে জামায়াতের সমাবেশে এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: আজকের পত্রিকা

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।’

গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগরের জালালাবাদ থানার ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত সাধারণ সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭ বছর আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সারা দেশে আমাদের কার্যালয় বন্ধ করে দিয়েছিল। দলীয় প্রতীক কেড়ে নিয়ে আমাদের দলকে নিষিদ্ধ করেছিল। আজ তাদের নিষিদ্ধের দাবি উঠছে। ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। ছাত্র-জনতার রক্তস্নাত বিজয়কে নস্যাতের নানা ষড়যন্ত্র চলছে। এদিকে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী শুধু গণতন্ত্র ধ্বংস করে ক্ষান্ত হয়নি, তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে তছনছ করে দিয়ে গেছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চালিয়ে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। রাজনীতির নামে দুর্বৃত্তপনার মাধ্যমে তারা মানুষের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তাদের সবচেয়ে নির্মম জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভাইয়েরা। আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করেছে। আজ আওয়ামী লীগ গোটা বিশ্বের কাছে মানবতাবিরোধী অপরাধের বাস্তব উদাহরণ। তাদের গণহত্যা ও লুটপাটের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করা হবে।’

মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ৩৯ নম্বর ওয়ার্ড সভাপতি ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবদুর রব ও ইসলাম উদ্দিন, মুফতি আলী হায়দার, জালালাবাদ থানা আমির মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব, সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহীন, ইসলামী ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি তুহিন পাটওয়ারী প্রমুখ।

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব