হোম > সারা দেশ > সিলেট

অবিরাম বৃষ্টির মধ্যেই ভূমিকম্পে কাঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দেশের উত্তর-পূর্বাঞ্চল সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সিলেট ছাড়াও ঢাকা, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুই দিন ধরে সিলেটে অবিরাম বৃষ্টির মধ্যেই এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প ১৫ সেকেন্ড স্থায়ী হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব। আজকের পত্রিকাকে তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৩ দশমিক ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। 

সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা নাবিল আহমেদ বলেন, ‘ঘুমের মধ্যে ছিলাম। ভূমিকম্পে সবকিছু কেঁপে উঠল। ভয়ে দৌড়ে নিচে যাই। তবে বৃষ্টিতে বের হতে পারিনি।’

রুহেল আহমদ নামের জিন্দাবাজারের এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পাঁচতলা ভবন কেঁপে ওঠে। অবিরাম বৃষ্টির মধ্যে হঠাৎ এই ভূমিকম্প। সিলেটে একদিকে বন্যা হয়ে যাচ্ছে, অপরদিকে ভূমিকম্প। আল্লাহ জানেন, কী আছে আমাদের কপালে।’

এর আগে গত ৫ মে (শুক্রবার) ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে দোহার উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান