হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে চা-শ্রমিকদের মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

১২০ টাকা দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জেলার মাধবপুর উপজেলার জগদীশপুরে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। 

দুপুরে সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকেরা তেলিয়াপাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জগদীশ চৌমুহনীতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকেরা প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। 

এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পরেন। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মাঈনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করেন। ইউএনও জানান, শ্রমিকদের দাবিগুলো লিখিত আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে আশ্বস্ত করলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। 

এর আগে, ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে চা শ্রমিক ইউনিয়নের ডাকে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। এই চার দিন শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেন। এতে তাঁদের দাবি আদায় না হওয়ায় শনিবার সকাল থেকে পূর্ণদিবস এ কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। এদিন চা-শ্রমিকেরা চান্দপুর এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে হাজার হাজার চা-শ্রমিক পায়ে হেঁটে চুনারুঘাট পৌর এলাকায় প্রধান সড়কে অবস্থান নেন এবং সেখানে সড়ক অবরোধ করে পথসভা করে। 

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল বলেন, ‘সমস্যা সমাধানে ১৬ আগস্ট শ্রীমঙ্গলের লেবার হাউসে সকাল ১১টায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। আমরা তাঁর কাছে আমাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরি। তিনি গুরুত্বসহকারে আমাদের কথাগুলো শোনেন এবং আমাদের আশ্বস্ত করেন। তখন শোকের মাস বিবেচনা করে এবং সরকারের প্রতিনিধি দল যেহেতু আমাদের সঙ্গে আলোচনায় বসেছেন তাই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও রাজপথের আন্দোলন স্থগিত করি। 

এ চা-শ্রমিক নেতা বলেন, ‘বুধবার সন্ধ্যায় ঢাকায় শ্রম অধিদপ্তরে চা শ্রমিক নেতৃবৃন্দ ও মালিক সংগঠন বাংলাদেশ চা সংসদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন। কিন্তু তখনো আমাদের মজুরি বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আজকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন।’ 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত