সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত রোববার কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত নেন।
কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাংগঠনিক শৈথিল্য ও নিষ্ক্রিয়তার মধ্যে চলমান আন্দোলনসহ সবকিছুই রয়েছে। দীর্ঘদিন ধরে জেলা নেতৃবৃন্দ সংগঠন থেকে দূরে রয়েছে। সিলেটের যিনি সদস্যসচিব তাঁকে পাওয়াও যায় না। যার কারণে সংগঠন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে।
এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে কৃষক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে শহিদ আহমদ আহ্বায়ক ও তাজরুল ইসলাম তাজুলকে সদস্যসচিব করা হয়েছিল।