হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি

সিলেট-জকিগঞ্জ সড়কে চারটির বেশি বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট স্থগিত করা হয়। 

এ বিষয়ে পরিবহন নেতারা জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ প্রশাসন কর্মকর্তাদের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। 

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবীর পলাশ বলেন, সিলেট-জকিগঞ্জ রুটে চারটির বেশি বিআরটিসি বাস চলাচল করবে না বলে জানিয়েছেন সিলেট ডিপোর ব্যবস্থাপক মো. সোহেল রানা। এমন আশ্বাস প্রশাসনের কর্মকর্তারাও দিয়েছেন। তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। 

জানা গেছে, গতকাল রোববার রাতে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, বিআরটিসি কর্তৃপক্ষ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকের পর ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছিল। সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিআরটিসি সিলেটের ডিপো ব্যবস্থাপক মো. সোহেল রানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। 

এর আগে গত শনিবার রাতে সিলেট মহানগরের দক্ষিণ সুরমার কদমতলীতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক সমিতি ও জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২