হোম > সারা দেশ > সুনামগঞ্জ

চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিশাল ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ রোববার রাতে দুই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 

এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ প্রতীকে) পান মাত্র ৪ হাজার ৯৫ ভোট। 

জগন্নাথপুরে ৮৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক পায় ৬০ হাজার ৭৮৭ ভোট। সোনালী আঁশ প্রতীক পায় ২ হাজার ৩১৯ ভোট। মোট প্রাপ্ত ভোট ৩২.৩৬ শতাংশ। 

অন্যদিকে মন্ত্রীর নিজ এলাকা শান্তিগঞ্জ উপজেলার ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পরিকল্পনামন্ত্রী পান ৬৬ হাজার ২০৯ ভোট। তৃণমূল বিএনপি প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী পান ১ হাজার ৭৭৬ ভোট। মোট প্রাপ্ত ভোট শতকরা ৪৮.৭৭ শতাংশ। 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমাদের কাছে কোনো প্রার্থী অনিয়মের অভিযোগ করেননি।’ 

এম এ মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশাল এ বিজয়ের মাধ্যমে আবারও হাওর অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমাকে সুযোগ করে দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার