হোম > সারা দেশ > সিলেট

সিলেটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ল নদীতে, ৪ ছাত্রলীগকর্মী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে ৪ আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয় বলে জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহতরা হলেন— উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। 

তাঁরা চারজন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়িক কাজে তাঁরা তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। 

ঘটনার বর্ণনা দিয়ে ওসি তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তাঁরা প্রাইভেট কারে করে জৈন্তাপুর থেকে তামাবিল স্থলবন্দরের দিকে রওনা হন। পথে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেটে নেওয়ার পথে বাকি দুজনেরও মৃত্যু হয়। 

এদিকে চিকিৎসায় অবহেলা এবং অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ