হোম > সারা দেশ > সিলেট

ধলাই নদে প্রতিপক্ষের মারধরে আহত যুবকের মৃত্যু

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

কোম্পানীগঞ্জের ধলাই নদে প্রতিপক্ষের মারধরে আসাদ উল্লাহ (২৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর রাত সাড়ে ৪টায় দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।’

এর আগে ১৫ আগস্ট দুপুরে ধলাই নদের ঢালারপাড় এলাকায় মারধর করা হয় আসাদকে। এ ঘটনায় গুরুতর আহত হন আসাদ। আহত অবস্থায় প্রথমে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আসাদ পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ধলাই নদের ঢালারপাড়ে একই জায়গা থেকে বালু তুলতে যান আসাদ ও ঢালারপাড়ের মানিক মিয়া। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়া ও তাঁর সহযোগীরা মিলে আসাদ ও তাঁর ছোট ভাই শহীদকে মারধর করেন। এতে গুরুতর আহত হন দুই ভাই। 

প্রত্যক্ষদর্শীরা তাঁদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানান, ঢালারপাড় থেকে বালু নিতে আসাদের কাছে চাঁদা দাবি করেছিল মানিক ও তাঁর লোকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর ভাইকে মারধর করা হয়। 

স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া জানান, আসাদ আট ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। বাবা কফিল উদ্দিন চা বিক্রি করে যা আয় করেন তা দিয়ে অভাবের সংসার চলে না। তাই বাবাকে সাহায্য করতেই ভাড়ায় একটি নৌকা এনে বালু ব্যবসায় নেমেছিল। কিন্তু চাঁদাবাজরা তাঁকে বাঁচতে দিল না। 

বাবা কফিল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের উপযুক্ত বিচার চাই।’ 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা ও আসাদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ