সিলেট নগরের সারদা হলে নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এই দুঃখ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর সিলেট মহানগরের সারদা হল প্রাঙ্গণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর সঙ্গে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিবৃতিতে বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘এমন ঘটনায় আমরা দুঃখিত ও মর্মাহত। এ ঘটনায় যারা সংক্ষুব্ধ, তাঁদের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা জানাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’