কোম্পানীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ রনিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের ফুতাদরি হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন-পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস ও সতি বিশ্বাসের ছেলে দিগেশ বিশ্বাস।
পূর্ণাছগাম গ্রামের কয়েছ আহমদ জানান, তাঁরা দুজন হাওরে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালান। প্রতিদিনের মতো বুধবার সকালে একটি ছোট নৌকায় গ্রামের পাশের ওই হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে নৌকা থেকে তাঁরা পানিতে পড়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নজরুল বলেন, বজ্রপাতে দুজন নিহতের খবরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।