হোম > সারা দেশ > সিলেট

দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিলন মিয়া (১৭) নামে এক আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। 

নিহত মিলন মিয়া কলমাকান্দা উপজেলা বেলতলী গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে। 

আহতরা হলেন-নেত্রকোনা সদরের কোনাপাড়া গ্রামের শাহআলম (২০), কেন্দুয়া উপজেলার জুনায়েদ আহমেদ রায়হান (২০) ও মদন উপজেলার চাঁনগাও গ্রামের সামিউল ইসলাম (১৮)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই চারজন মোটরসাইকেলে করে দুর্গাপুরের বিজয়পুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্গাপুর থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত তিনজনের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানা আনা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা