হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা, পুলিশের গাড়ি ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। 

এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য মো. হাসনাত ও মিজানুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় ছাত্রদল নেতা–কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি করতে যায়। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে পুলিশ ও ছাত্রদলের নেতা–কর্মীরা সংঘর্ষ জড়িয়ে যায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় ভাঙচুর করা হয় হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহিরের একটি নির্বাচনী অফিস। এ ছাড়া পুলিশের একটি পিকআপভ্যানও ভাঙচুর করে ছাত্রদলের নেতা–কর্মীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান