হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নিখোঁজের ৮ দিন পর ভারতে মিলল যুবকের মরদেহ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজের আট দিন পর বাংলাদেশ সীমানা থেকে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার সকালে ভারতের মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকার একটি জঙ্গল থেকে ওই তরুণের মরদেহের সন্ধান পায় তাঁর পরিবার। মৃত তরুণ আলমগীর হোসেন (১৯) উপজেলার রূপনগর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। 

মৃত তরুণের ফুপাতো ভাই আমিরুল ইসলাম বলেন, ‘আলমগীর নিখোঁজ হওয়ার পর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। গত সোমবার রাতে নিখোঁজের বড় ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে রংঢংগা ওই এলাকায় থাকা স্বজনেরা জঙ্গলে আলমগীরের মরদেহের দেখেন। তাঁরা আলমগীরের পরিবারে মরদেহটির ছবি পাঠালে শনাক্ত করে।’ 

জিডি সূত্রে জানা গেছে, ছোট থেকেই আলমগীর তাঁর মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। পরে পড়াশোনা বাদ দিয়ে সংসারের কাজে হাল ধরেছিলেন। গত ১৭ জুন বিকেল সাড়ে ৩টার দিক থেকে নিখোঁজ হন আলমগীর। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘নিহতের পারিবারিক সূত্রে আমাদের জানানো হয়েছে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে আলমগীরের মরদেহের সন্ধান পাওয়া গেছে। আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করব।’

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট